আবু ওবাইদা:
কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। এসময় তিনি বিভিন্ন দোকানে অনিয়ম ও নোংরা পরিবেশ থাকার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন। বুধবার দুপুরে তিনি ঘোষ মিষ্টান্ন ভান্ডার, আল্লারদর্গা সুইট, জয় মিষ্টান্ন ভান্ডার, পচার কসমেটিকস্, জে.আর.শপিং মলে অভিযান চালিয়ে নোংরা পরিবেশ ও ট্রেড লাইন্সেস না থাকায় ভ্রাম্যমান আদালতে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।
আদ্-দ্বীন হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প
কুষ্টিয়া প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভিশন বাংলাদেশ জেলা চক্ষু সেবা প্রকল্পের আওতায় আদ-দ্বীন হাসপাতালের উদ্যোগে বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এই চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আদ-দ্বীন এর এরিয়া ম্যানেজার শাহাজুল ইসলাম, বড়গাংদিয়া অফিসের ম্যানেজার মোঃ হাবিবুর রহমান, সহকারী ম্যানেজার মোঃ আরিফুল ইসলাম, প্রতিবন্ধী অর্টিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মজনুল কবির পান্না, দৌলতপুর গ্রাম ডাক্তার কল্যান সমিতির সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), আদ-দ্বীনের ডাক্তার মোঃ শাহীন আলী এ চক্ষু শিবিরে শতাধিক চক্ষু রোগীকে চোখ পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেন এবং ৩০ জন চোখে ছানি পড়া রোগীকে বিনা মূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। বাছাই কৃতদের আগামী ৫ জুলাই অপারেশন করে ছোখে লেন্স বসানো হবে।