Wednesday, October 4, 2023
Home > আঞ্চলিক সংবাদ > মেহেরপুর জেলা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেহেরপুর জেলা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর:
মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে ওই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ গোলাম রসুলের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন- জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন, পুলিশ সুপার আনিছুর রহমান, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ জয়নাল আবেদীন, স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেখ ফরিদ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, সহ-সভাপতি আবদুল হালিম,সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মদ বিজন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি তহমিনা আবেদীন, সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, বর্তমান সাধারন সম্পাদক রফিকুল আলম, মেহেরপুর চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, মেহেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, জেলা পরিবেশক সমিতির সভাপতি হাশেম আলী,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিনসহ জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ দোয়া ও ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেহেরপুর কোর্ট মসজিদের পেশ ইমাম আলহাজ মোঃ আনসারউদ্দিন বেলালী।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *