Sunday, September 24, 2023
Home > আন্তর্জাতিক > আইন প্রত্যেকের জন্যই সমান: আনোয়ার ইব্রাহিম

আইন প্রত্যেকের জন্যই সমান: আনোয়ার ইব্রাহিম

ডেস্ক রিপোর্ট :
কুয়ালালামপুর: আইন বিষয়ে যেকোনো বিতর্কে মুসলিমদের মতো অমুসলিমরাও অংশ নেওয়ার অধিকার রাখেন বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার পিকেআর নেতা দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
পিকেআর নেতা বলেন, যখন কিছু আইন কেবল মুসলিমদের উপর প্রভাব বিস্তার করে, তখন অনিবার্যভাবে তা অমুসলিমদেরও প্রভাবিত করে।
শুক্রবার রাতে ‘দ্য স্টার’ এবং ‘সিনার হেরিয়ান’কে দেয়া একটি দীর্ঘ সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেন।
শরিয়া আদালতের সংশোধনের জন্য মালয়েশিয়ার ইসলামিক পাটির সভাপতি দাতুক সেরি আবদুল হাদি আওয়াং এর প্রস্তাবিত বিলের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা (বিলের সমর্থকরা) বলছে যে আমরা সবাই মুসলিম এবং এ বিষয়ে অন্যদের বিরক্ত করা উচিত নয়। কিন্তু এ নিয়ে অমুসলিমদের বিরক্ত করার অধিকার আছে।’
তিনি বলেন, ‘কোনো আইন, যদিও এটি কেবলমাত্র মুসলমানদেরকেই প্রভাবিত করে বলে মনে হয়, তা অনিবার্যভাবে অমুসলিমদেরকেও প্রভাবিত করবে এবং এই কারণে এ বিষয়ে তাদের অংশগ্রহণের অধিকার রয়েছে।’
আনোয়ার বলেন, ‘যেসব বিষয়কে মাইনর ইস্যু বলে মনে হয়, অনেক সময় সেসব ইস্যুতে অমুসলিমরা উদ্বিগ্ন থাকেন। কারণ তাদের ভয়- শেষ পর্যন্ত এটি তাদের উপর প্রভাব ফেলবে।’
আমি আপাতত ‘ব্যাকবেঞ্চারেই’ থাকতে চাই: আনোয়ার ইব্রাহিম
‘ব্যাকবেঞ্চার’ অবস্থান থেকেই অধিক আরামবোধ করছেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার পিকেআর পার্টির নেতা আনোয়ার ইব্রাহিম।
এছাড়াও, তিনি দেশটির ‘প-ান’ সংসদীয় আসন থেকে উপ নির্বাচন করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। আসনটির বর্তমান এমপি তার স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। আজিজাহ একই সঙ্গে বর্তমান প্রশাসনের উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
পাকাতান হারাপানেরও কার্যত প্রধান আনোয়ার ইব্রাহিম বলেন, এটা তার জন্য অবাস্তব ছিল, কেননা সরকারের প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ পদে আসীন ওয়ান আজিজকে খুব দ্রুতই আসনটি থেকে সরে দাঁড়াতে হচ্ছে।
তিনি জানান, সম্প্রতি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি তার ‘ব্যাকবেঞ্চার’ অবস্থানেই অধিক আরামবোধ করছেন।
আনোয়ার বলেন, ‘আমি এখন মুক্ত। আমি প্রথমে দেশে-বিদেশে ঘুরতে যেতে চাই। কেননা দেশে এবং বিদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে লেকচার দেয়ার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে, আমার নিয়মিত এমপি হওয়ার কোনো অভিজ্ঞতা নেই। এর আগে, আমি বেশ কয়েকটি মন্ত্রী পদে ছিলাম এবং বিরোধীদলীয় নেতার দায়িত্বও পালন করেছি, তাই এখন আমি ‘ব্যাকবেঞ্চার’ হতে চাই।’

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *