Wednesday, October 4, 2023
Home > আঞ্চলিক সংবাদ > মেহেরপুরে ইজিবাইক চালকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মেহেরপুরে ইজিবাইক চালকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুরে ইজিবাইক চালককে মারধরের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইজিবাইক চালকরা। আহত ইজিবাইক চালক কিনু (২৭) বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনালের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জেলা ইজিবাইক চালক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক বেলাল হোসন বলেন, ২৪ ঘন্টার মধ্যে দোষী ব্যক্তিকে আটক করতে না পারলে তারা অনির্দিষ্টকালের আন্দোলনের ডাক দেবে।
শনিবার দুপুরে ইজিবাইক চালক সমিতির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা মেহেরপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্যে রাখেন, জেলা ইজিবাইক চালক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শনিবার সকালে বন্দর গ্রামের ইয়াচউদ্দিনের ছেলে কিনু ইজিবাইকে যাত্রী নিয়ে মোনাখালি যাচ্ছিল। চকশ্যামনগর নামক স্থানে মেহেরপুর জেলা বাস মালিক সমিতির কর্মীরা ইজিবাইকটি থামায় এবং যাত্রী নামিয়ে দেয়। এসময় উভয়ের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে মালিক সমিতির লোকজন তাকে মারধর করে।পরে পথচারীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *