Thursday, September 28, 2023
Home > বিশেষ সংবাদ > পদ্মায় ২০ যাত্রী নিয়ে উল্টে গেছে স্পিডবোট

পদ্মায় ২০ যাত্রী নিয়ে উল্টে গেছে স্পিডবোট

নিজস্ব প্রতিনিধি :
মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জের লৌহজং পয়েন্টে পদ্মা নদীতে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ২০ জন যাত্রীবোঝাই একটি স্পিডবোট উল্টে গেছে। তাৎক্ষণিকভাবে স্পিডবোট থেকে কয়েকজনকে উদ্ধার করা গেলেও এখনো অনেকে নিখোঁজ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাঁঠালবাড়ি লঞ্চঘাটের ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিমুলিয়া থেকে স্পিডবোটটি ২০ থেকে ২২ জন যাত্রী নিয়ে কাঁঠালবাড়ির দিকে আসছিল। মাঝপথে পদ্মার ঢেউয়ে স্পিডবোটটি উল্টে যায়। আশপাশে থাকা ট্রলার, লঞ্চ ও অন্য স্পিডবোটগুলোতে থাকা লোকজন দ্রুতগতিতে তাৎক্ষণিকভাবে কয়েকজনকে উদ্ধার করতে পারেন। পরে নৌ পুলিশ ও কোস্টগার্ড উদ্ধারকাজ শুরু করে।
পরিদর্শক আক্তার হোসেন জানান, যাত্রীদের অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *