নিজস্ব প্রতিবেদক :
ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে তাদের পর্যবেক্ষণ করার কেন্দ্র গুলোর মধ্যে ৪৬ দশমিক ৫ শতাংশ ভোটকেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে প্রাথমিক বিবৃতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ইডব্লিউজি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইডব্লিউজি’র পরিচালক ড. মো আব্দুল আলীম, সদস্য আব্দুল আওয়াল, ড.নাজমুল আহসান কলিমুল্লাহ, হারুনুর রশিদ।
‘পর্যবেক্ষিত এসব অনিয়মের বেশিরভাগই দুপুরের পর সংঘটিত হয়েছে। গুরুত্বপূর্ণ কিছু নির্বাচিত অনিয়মের মধ্যে রয়েছে-জোর করে ব্যালট পেপারে সিল মারা, ভোট কেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের ভেতরে নির্বাচনী প্রচারণা চালানো এবং ভোট কেন্দ্রের ভেতরে অননুমোদিত ব্যক্তির অবস্থান। এছাড়া ইডাব্লিউজির পর্যবেক্ষণকৃত ভোটকেন্দ্রে ভোট প্রদানের গড় হার ৬১.৯ শতাংশ।’
সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে জানানো হয়, ‘গাজীপুর সিটি করপোরেশনের সর্বমোট ৪২৫টি ভোট কেন্দ্রের মধ্যে ইডব্লিউজি পুরো ৫৭ টি ওয়ার্ডেরই ১২৯টি (৩০ শতাংশ) ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছে। ইডব্লিউজির এই ব্যাপক ভিত্তিক পর্যবেক্ষণে যেসব বিষয় বিবেচনায় নেয়া হয় সেগুলো হল- ভোট কেন্দ্র খোলার সময়কাল পর্যবেক্ষণ, ভোটগ্রহণ কার্যক্রম, ভোট কেন্দ্র বন্ধ ঘোষণা ও গণনা এবং ভোট কেন্দ্রের বাহিরে সার্বিক পরিস্থিতি।’
সংবাদ সম্মেলনে প্রাথমিক বিবৃতি পড়ে শোনান ইডব্লিউজির পরিচালক ড. মো আব্দুল আলীম। সেখানে জানানো হয়, ‘নির্বাচনী প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা ও জবাব্দিহিতা নিশ্চত করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করার লক্ষ্যে ২০০৬ সাল থেকে বাংলাদেশের ২৮টি প্রতিষ্ঠিত সিভিল সোসাইটি প্রতিষ্ঠানের-সংস্থার সমন্বয়ে গঠিত হয় ইলেকশন ওয়ার্কিং গ্রুপ। প্রতিষ্ঠার পর থেকে জাতীয় সংসদ, সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় পর্যায়ের নির্বাচন পর্যবেক্ষণ, নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অ্যাডভোকেসি, নির্বাচনী ব্যবস্থারর অধিকতর উন্নয়নে মতামত প্রদান করে আসছে ইডব্লিউজি।’
গাজীপুর সিটি নির্বাচনে ৪৬.৫ শতাংশই অনিয়ম হয়েছে: ইডব্লিউজি
