মেহের আমজাদ:
মেহেরপুর: মেহেরপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বুধবার বিকালে জেলা জজ আদলত-এর সভাকক্ষে কমিটির ওই সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ গাজী রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, সহকারী পুলিশ সুপার লিয়াকত আলী, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শিরিন নাহার, জেলা সুপার একেএম কামরুল হুদা, পিপি পল্লব ভট্টাচার্য্য, জিপি শাজাহান আলী, জেলা আইনজীবি সমিতির সভাপতি শফিকুল আলম, পলাশী পাড়া সমাজ কল্যান সমিতির সভাপতি মোশাররফ হোসেন, ব্র্যাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন সহ জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যগন সভায় উপস্থিত ছিলেন।
মেহেরপুরে লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত
