Wednesday, October 4, 2023
Home > বিশেষ সংবাদ > সৈকতে নিখোঁজ ৩ যুবকের লাশ উদ্ধার

সৈকতে নিখোঁজ ৩ যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম, ৭ জুলাই : চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে নিখোঁজ তিন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে। নিহতরা হলেন সাইফুল ইসলাম (২৭), আলাউদ্দিন (২৫) ও ইয়াছিন (১৯)। শুক্রবার বিকেলে সৈকতে নেমে গোসল করতে গিয়ে তারা নিখোঁজ হয়।
সীতাকুন্ড ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ওয়াসির আজাদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ হওয়া তিন পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে শনিবার দুপুরে। বেলা সাড়ে ১২টার দিকে সাইফুল এবং ১টার সময় আলাউদ্দিন এবং দেড়টার দিকে ইয়াছিনের লাশ উদ্ধার করা হয়েছে। সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা লাশগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেবেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, পরিবারের সদস্যদের সঙ্গে সীতাকুন্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে যায় এই তিন যুবক। সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। এরপর ফায়ার সার্ভিসের একাধিক টিম উদ্ধার অভিযান পরিচালনা করলেও তাদের উদ্ধার করা যায়নি। শনিবার সকাল থেকে নৌবাহিনী ও কোস্টগার্ডের সম্মিলিত টিম উদ্ধার অভিযান চালিয়ে দুপুরে তিনজনের লাশ উদ্ধার করে।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *