Tuesday, September 26, 2023
Home > খেলাধূলা > মেসি আসছে বাংলাদেশে!

মেসি আসছে বাংলাদেশে!

ক্রীড়া ডেস্ক :
ঢাকা : দীর্ঘ ৭ বছর পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি- এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারদিকে।
বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, কোন ম্যাচ খেলতে নয়। উইনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কক্সবাজারের শরণার্থী শিবির পর্যবেক্ষণের জন্যই বাংলাদেশে আসবেন মেসি। মেসি চলতি মাসের ২২ তারিখ বাংলাদেশে আসছেন। ৪ ঘণ্টার মতো সময় দিবেন তিনি কক্সবাজারে।
এদিকে মেসির সফর নিয়ে এখনই মুখ খুলতে নারাজ ইউনিসেফের কর্মকর্তারা। সম্প্রতি মেসির সফরের বিষয়টি অস্বীকার করেছিলেন ইউনিসেফের মুখপাত্র অ্যালিস্টার লওসন।
কিছু দিন আগে এই রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করে গিয়েছেন ঢালিউড ও হলিউডের নায়িকা প্রিয়াংকা।
এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে প্রথমবারের মত ঢাকায় এসেছিলেন তিনি। নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের সাক্ষী হয়েছিলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *