Friday, September 29, 2023
Home > বিশেষ সংবাদ > বুলবুলের গণসংযোগে ককটেল হামলায় সাংবাদিকসহ আহত পাঁচ

বুলবুলের গণসংযোগে ককটেল হামলায় সাংবাদিকসহ আহত পাঁচ

নিজস্ব প্রতিনিধি :
রাজশাহী: রাজশাহীতে বিএনপির মেয়রপ্রার্থী বুলবুলের পক্ষে গণসংযোগ স্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকালে নগরীর সাগরপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে একজন সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে।
আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় আহত স্বপন কামারের ছেলে প্রচিন কামার জানায়, পৌনে ১১টার দিকে সাগরপাড়া মোড়ে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের গণসংযোগে নিজের প্রচারণা চালাচ্ছিলেন। এসময় তিনটি মোটরসাইকেল মুখোঁষধারিরা এসে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
পরে তারা দ্রুত সাগরপাড়া থেকে টিকাপাড়ার রাস্তা হয়ে পালিয়ে যায়। এতে সাংবাদিকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব উপস্থিত হয়েছে।
নগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *