Wednesday, October 4, 2023
Home > আঞ্চলিক সংবাদ > কুষ্টিয়ায় ট্রাফিক জনসচেতনতা মূলক পথসভা ও লিফলেট ক্যাম্পেইন

কুষ্টিয়ায় ট্রাফিক জনসচেতনতা মূলক পথসভা ও লিফলেট ক্যাম্পেইন

আবু ওবাইদা-আল-মাহাদী:
কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় ট্রাফিক জনসচেতনতা মূলক পথসভা ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট সংলগ্ন ট্রাফিক বক্স’র সামনে এই পথসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ ট্রাফিক বিভাগ, রেলওয়ে পুলিশ, ট্রাফিকপুর্ব বিভাগ, ডিএমপির সহযোগীতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ্সাফ, এ্যাশফ্রি খাজানগর (এএফকে), নিরাপদ সড়ক চাই, অধিকার, ইচ্ছে পুরণ, রাকসা ও স্বপ্নপ্রয়াস এ অনুষ্ঠানের আয়োজন করে। সাফের নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের কুষ্টিয়া সার্কেল (এএসপি) ফিরোজ আহমেদ। এসময় তিনি বলেন, আমরা অনেক সময় প্রত্যক্ষ করি যে ট্রাফিক আইননা মেনে জনগন চলাচল করে থাকে। ট্রেন আসার সময় রেলগেটে গেট পড়া অবস্থায়ও তারা চলাচল করে। সম্প্রতি পোড়াদহে এমন একটি ঘটনায় দুই যুবক ট্রেনে কেটে মৃত্যুবরণ আমাদের সকলকে ভাবিয়ে তোলে। তাই আমাদেও সবাইকে সচেতন হতে হবে। এছাড়াও ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করছে শিশুরা। তাদেরকে এমন কাজ না করতে স্থানীয় জনপ্রতিনিধি সহ অভিভাবকদেও এগিয়ে আসতে হবে বলে জানান এই রেলওয়ের উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাফিক ইন্সপেক্টর মেহেদী হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারীপরিচালক মো: মুরাদ হোসেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, এ্যাশফ্রি খাজানগর (এএফকে)’র প্রধান নির্বাহী আসাদুল্লাহ আহমেদ (টুলুফকির), জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন মাষ্টার, সিনিয়র সহসভাপতি নওশের আলী বিশ্বাস, ইচ্ছে পুরণের প্রধান উপদেষ্টা নূরজাহান বীণা, কুষ্টিয়া পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহানাজ সুলতানা বণি, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল খসরু, জেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি হাসিবুর রহমান রিজু, কাজী আরেফ আহমেদ স্মৃতি সংসদের সাধারন সম্পাদক খোরশেদ আলম, স্বপ্ন প্রয়াসের যুগ্ম সাধারন সম্পাদক মেহরাব হাসান মুশফিক, দিশার প্রোগ্রাম ম্যানেজার এ্যাড. কামরুন্নাহার ময়না, তারুণ্য ৭১ এর সাধারন সম্পাদক সাদাত হাসান জেসান, সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজন শরীয়তুল্লাহ প্রমুখ।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *