নিজস্ব প্রতিবেদক :
ঢাকা: সরকার ক্ষমতা হারানোর ভয়ে ভীত, বিএনপি নয়। বিএনপির আদর্শিক রাজনীতির কাছে পরাজিত হয়ে সরকার নিজেই ব্লেমগেম খেলছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধাণমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঙ্গলবার দুপুরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার গনতন্ত্রে বিশ্বাস করেন না। বিএনপির আদর্শিক রাজনীতির কাছে তারা পরাজিত। তাই তারা নিজেদের অনুগতদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করে গনতন্ত্র হত্যা করেছে। বর্তমান নির্বাচন কমিশন জনগনের কাছে প্রশ্নবিদ্ধ বলে দাবি করেন তিনি। অবিলম্বে নির্বাচন কমিশন পুর্নগঠন করে নির্দলীয় নিরপক্ষ সরকারের অধিনে সকল দলের অংশগ্রহনমূলক নির্বাচনের দাবি করেন মির্জা ফখরুল।
সরকার ক্ষমতা হারানোর ভয়ে ভীত: ফখরুল
