Tuesday, September 26, 2023
Home > জাতীয় সংবাদ > গ্রামের মানুষকে সম্পূর্ণভাবে নাগরিকসেবা দেয়া হবে: প্রধানমন্ত্রী

গ্রামের মানুষকে সম্পূর্ণভাবে নাগরিকসেবা দেয়া হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রামের মানুষকে সম্পূর্ণভাবে নাগরিকসেবা দেয়া হবে। দেশ ক্ষুধামুক্ত, এখন লক্ষ্য দারিদ্রমুক্ত করা।
বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র জাহাঙ্গীর আলমকে শপথ বাক্য পাঠ করান। আর কাউন্সিলরনদের শপথ পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। সিটি কর্পোরেশন হওয়ার পর তিনি হয়েছেন এই মহানগরীর দ্বিতীয় নগরপিতা। এ সিটিতে এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট দিয়েছেন ভোটাররা।
এই সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীক নিয়ে চার লাখ ১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *