Tuesday, September 26, 2023
Home > বিশেষ সংবাদ > সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৬ জন নিহত

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৬ জন নিহত

নিজস্ব প্রতিনিধি :
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ৬ জন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলার কাদাই উপজেলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই পুরুষ। তারা হলেন- কাদাই গ্রামের মেঘা শেখের ছেলে আব্দুস সাত্তার (৫০), তার ভাতিজা আব্দুল হামিদের ছেলে ছানোয়ার হোসেন (২৫), আবু তাহেরের ছেলে আব্দুল্লাহ (১৩), কাসেমের ছেলে মমিন (৩০), আব্দুল আলীমের ছেলে সজীব, আমিনুলের ছেলে রাজু (১৪), আবুল হোসেনের ছেলে হাবিব (২৪) ও মৃত হাবিবুর রহমানের ছেলে রফিকুল (৩০)।
জানা গেছে, কাদাই গ্রামে বর্ষার পানিতে একটি টংদোকান ডুবে যায়। ১০-১২ জন মিলে দোকানটিকে অন্যত্র সরিয়ে নিচ্ছিল। এ সময় পল্লী বিদ্যুতের একটি ছেঁড়া তার ওই দোকানের টিনের চালার ওপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবাই পানির ওপর পড়ে যান। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
এরপর ওই তারটি কেটে ফেলা হয়। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ছয়জনকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতদের প্রতিবেশী আবু বকর জানান, দুপুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় আর্তচিৎকার শুনতে পাই। পরে গিয়ে দেখি ৬ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *