Wednesday, October 4, 2023
Home > জাতীয় সংবাদ > নরসিংদীতে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সাথে বাসের সংঘর্ষে নিহত ৪

নরসিংদীতে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সাথে বাসের সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক :
নরসিংদী, ১৪ আগস্ট : নরসিংদীর শিবপুর উপজেলায় বাস ও বর যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কমপক্ষে ৬ জন।
নিহতদের মধ্যে এক নারী যাত্রীর নাম সাবিনতুন নেসা। নিহত অপর ৩ যাত্রী ও আহতদের নাম-পরচয় জানা যায়নি। তবে হতাহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সোনাইমুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে মিতালী পরিবহনের একটি বাস সিলেট যাচ্ছিল। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সোনাইমুড়ি এলাকায় পৌঁছালে বাসটির সামনের চাকা ফেটে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বরযাত্রীবাহী একটি হাইয়েস মাইক্রোবাসের সামনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিন যাত্রী মারা যান। আহত হন আরো ছয় যাত্রী। পরে আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট হাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *