নিজস্ব প্রতিবেদক:
রংপুর : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন তিন মাস বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে।
শনিবার থেকে খনির ভূ-গর্ভস্থ ১৩১৪নং কোল ফেইস থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু করা হয়। সোমবার থেকে পুরোদমে কয়লা উত্তোলন চলবে।
গত ১৫ জুন কয়লা খনির উৎপাদনশীল ১২১০নং কোল ফেইসের উৎপাদনযোগ্য কয়লার মজুদ শেষ হয়ে যাওয়ায় কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। ওই মাসেই খনির কোলইয়াড ও ৫২৫ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লার মজুদ শেষ হয়ে আসে। কয়লার অভাবে গত ২২ জুলাই থেকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোদমে বন্ধ হয়ে যায়। এর ফলে উত্তর অঞ্চলের ১৬টি জেলায় বিদ্যুতের বিপর্যয় ঘটে।
খনির চীনা ঠিকাদারি প্রতিষ্ঠিন, খনি কর্তৃপক্ষ ও খনি শ্রমিকদের চেষ্টায় ১০ সেপ্টেম্বর থেকে ১৩১৪নং ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু হবে। খনি শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি জানান, ৮ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে।
খনির ব্যবস্থাপনা পরিচালক মো. ফজুলুর রহমান জানান, নির্ধারিত সময়ের মধ্যে কয়লা উত্তোলন শুরু হবে। কয়লা উত্তোলন শুরুর পরে তাপ বিদ্যুৎ কেন্দ্রে পূর্বের ন্যায় কয়লা সরবরাহ করা যাবে।
বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন শুরু
