Tuesday, September 26, 2023
Home > জাতীয় সংবাদ > রবিবার সমাবেশের অনুমতি পাবে বিএনপি: কাদের

রবিবার সমাবেশের অনুমতি পাবে বিএনপি: কাদের

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা: বিএনপি সমাবেশের অনুমতি পাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে আইজিপির সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি যে সমাবেশ করতে চাইছে সে ব্যাপারে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, বিএনপি সমাবেশের অনুমতি পাবে।
শনিবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
দুই দফা তারিখ পরিবর্তন করে রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় বিএনপি। একই দিন উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সরকার সমর্থক ইসলামিক ঐক্য ফ্রন্টও সমাবেশ করবে। তাই বিএনপি জনসভার অনুমতি পাবে কি-না তা নিয়ে সংশয় রয়েছে। তবে পুলিশ বলছে, শর্তসাপেক্ষে জনসভার অনুমতি পেতে পারে দলটি।
ওবায়দুল কাদের বলেন, ‘রাস্তা দখল করে আওয়ামী লীগ সমাবেশ করবে না। অন্যদেরও করতে দেয়া হবে না।’
যেহেতু সমাবেশের অনুমতি দেয়া হবে তাই ইস্যুটি নিয়ে ঘোলাটে পরিবেশ তৈরি না করতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। একইসঙ্গে বিএনপিকে ধৈর্য্য ধরার পরামর্শও দেন তিনি।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *