Sunday, October 1, 2023
Home > জাতীয় সংবাদ > রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর রূপনগর ও বনানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
রোববার রাতে ও সোমবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক জানান, রোববার রাতে মোটরসাইকেলে করে সাভার থেকে মিরপুরের দিকে যাচ্ছিলেন রাজ্জাক (৪৬) ও তার বন্ধু জাহিদুর রহমান দুদু (৪২) নামে দুই ব্যবসায়ী। গোড়ান চটবাড়ি পানি উন্নয়ন বোর্ডের সামনে গেলে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় তারা আহত হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে আছে।
এদিকে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন আলম জানান, আর্মি স্টেডিয়ামের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (২৭) এক যুবকের মৃত্যু হয়েছে। তার পরনে ছিলো জিন্স ও চেক শার্ট।
সোমবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *