Sunday, October 1, 2023
Home > জাতীয় সংবাদ > হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা : রাজধানীর হাতিরঝিলের মহানগর সেতুর কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।
মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই দুই যুবক। পুলিশ তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত জানান, দুর্ঘটনার কারণ জানা যায়নি। নিহত ব্যক্তির নাম রেদওয়ানুল কবির (৩০)। আহত ব্যক্তির নাম মো. মিঠুন (৩০)। তাঁদের দুজনের বাড়ি রাজধানীর আদাবর এলাকায়। রেদওয়ানুলের বাবার নাম মান্নান কবির। মিঠুনের বাবার নাম নুরুল হক।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে মহানগর সেতুর কাছে রামপুরাগামী একটি মোটরসাইকেলে দুর্ঘটনার শিকার হন তারা। দুজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। সকাল সাতটার দিকে পুলিশ তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা সকাল আটটার দিকে রেদওয়ানুলকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, স্বজনদের খবর দেওয়া হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *