Monday, September 25, 2023
Home > আঞ্চলিক সংবাদ > নোবিপ্রবি মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের গবেষণা পুকুর ও ওয়েট ল্যাবের ভিত্তিপ্রস্তর স্থাপন

নোবিপ্রবি মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের গবেষণা পুকুর ও ওয়েট ল্যাবের ভিত্তিপ্রস্তর স্থাপন

নোয়াখালী প্রতিনিধি: গতকাল সোমবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মৎস্য ও সমুদ্র বিজ্ঞান বিভাগের গবেষণা পুকুর ও ওয়েট ল্যাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।
এসময় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বিশ্ববিদ্যালয় পরিবারের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সুস্বাস্থ্য ও শান্তি কামনায় দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফ মিঞা, সামাজিক ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়্যদ আতিকুল ইসলাম, ফিশারিজ এ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ-আল মামুন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক জনাব এ এইচ এম নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর ও শাখাপ্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *