Sunday, October 1, 2023
Home > আঞ্চলিক সংবাদ > কুষ্টিয়ায় বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত: পিস্তল, গুলি ও মাদক উদ্ধার

কুষ্টিয়ায় বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত: পিস্তল, গুলি ও মাদক উদ্ধার

আবু ওবাইদা-আল-মাহাদী:
কুষ্টিয়া : কুষ্টিয়ায় পুলিশের সাথে কথিত বন্ধুকযুদ্ধে কুখ্যাত মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হুব্বা (৫০) নিহত হয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির হোসেন জানান, গতকাল আনুমানিক রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার গাফফার সেটের বাগানের কাছে ২দল মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছিলো। এমন খবর জানতে পেরে আমাদের একটি চৌকস দল মোল্লাতেঘরিয়া গাফফার সেটের বাগানের কাছে পৌছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ গুলি ছুড়তে শুরু করে। এমতবস্থায় আত্মরক্ষার্থে পুলিশ ও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘন্টা গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি করে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও ৮০০ পিচ ইয়াবা উদ্ধার করে। পরে স্থানীয়দের সাহায্যে নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়। কুষ্টিয়া শহরের চাউলের বর্ডার ছোট ওয়ারলেস গেট এলাকার সিরাজ মালিথার ছেলে হাবিবুর রহমান হুব্বা বলে জানা যায়। নিহত হুব্বার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় এসআই মুস্তাফিজ, এএসআই মফিজ সহ চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা যায়।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *