Tuesday, September 26, 2023
Home > জাতীয় সংবাদ > ভুয়া প্রশ্নপত্র দিয়ে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

ভুয়া প্রশ্নপত্র দিয়ে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
সিলেট : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সিলেটে ঝন্টু আচার্য্য (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মোগলাবাজার রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঝন্টু মোগলাবাজারের গোপালগ্রামের সন্তোষ আচার্য্যের ছেলে।
র‌্যাব-০৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান বলেন, ঝন্টু ফেসবুকের মাধ্যমে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছিল। এ সংক্রান্ত তথ্য-প্রমাণ পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ভুয়া প্রশ্নপত্র বিতরণের মাধ্যম হিসেবে ব্যবহৃত স্মার্টফোন, সীমকার্ড ও মেমরিকার্ড জব্দ করা হয়েছে।
১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে মামলা দিয়ে উদ্ধারকৃত আলামতসহ ঝন্টুকে মহানগর পুলিশের মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের কর্মকর্তা মনিরুজ্জামান।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *