Saturday, September 30, 2023
Home > আঞ্চলিক সংবাদ > নওগাঁর মান্দায় শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আতাউর শাহ্:
নওগাঁ প্রতিনিধি : সারা দেশের ন্যায় নওগাঁর মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে মান্দা মমিন শাহানা সরকারী কলেজের প্রভাষক আব্দুল খালেকের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধনের মধ্যে দিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় শুদ্ধসুরে জাতীয় সংগীত গাওয়া এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণীত করতে দেশব্যাপী প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার ১৪ টি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩৯টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা ব্যানবেইস এর সহকারী প্রোগামার শামস-ই-তাবরিজ, ইউআরসি ইন্সট্রাক্টর কামরুজ্জামান সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার এস এম আঃ লতিফ, উপজেলা প্রকল্প কর্মকর্তা সেলিনা বেগম প্রমুখ।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *