নিজস্ব প্রতিবেদক :
ঢাকা : রাজধানীর চকবাজারে অগ্নিকা-ে দগ্ধদের দেখতে এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ১০টার দিকে তিনি ঢামেক হাসপাতালে যান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিদের সার্বিক খোঁজখবর নেবেন তিনি।
এর আগে শুক্রবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস জানান, আগামীকাল (আজ) সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চকবাজারে ভয়াবহ অগ্নিকা-ে আহত রোগীদের খোঁজখবর নিতে যাবেন।
প্রসঙ্গত, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকা-ে ৮১ জনের মৃত্যু হয়। এ ছাড়া আগুনে দগ্ধ হয়ে বেশ কিছু লোক ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।
দগ্ধদের দেখতে ঢামেক হাসপাতালে প্রধানমন্ত্রী
