নিজস্ব প্রতিবেদক :
মঠবাড়ীয়া (পিরোজপুর) : ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের জন্মদিন ও শিশু দিবস যথাযোগ্য মর্যদায় পালনের লক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় ০৭ মার্চ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষেও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি,এম সরফরাজ‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া উপজেলা আ‘ লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান বাদশা, মাকসুদা আক্তার বেবি, উপজেলা স্বাস্থ্য র্কমকর্তা ডাঃ জামাল মিয়া শোভন, কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জমান, এস আই জাকির হোসেন, প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান , নাসির উদ্দিন ,সাবেক কাউন্সিলর হেমায়েত উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ, সাংবাদিক আবদুস সালাম আজাদী, মিজানুর রহমান মিজু, শাহাদৎ হোসেন বাবু, জুলফিকার আমীন সোহেল প্রমূখ।
মঠবাড়ীয়ায় রবি ও এয়ারটেল কোম্পানি ডিস্টিবিউটর অফিস উদ্বোধন
মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় রবি ও এয়ারটেল কোাম্পানির ডিস্টিবিউটর অফিস ৭মার্চ বৃহস্পাতিবার সকলে উদ্বোধন হয়েছে।পৌর শহরের কে.এম লতীফ সুপার মাকের্টে কোম্পানিটির এরিয়া ম্যানেজার সেলিম মোস্তফা প্রধান অতিথি হিসেবে এ অফিসটি উদ্বোধন করেন। মঠবাড়িয়া ও ভান্ডরিয়া এরিয়া ডিস্টিটিবিউটর মল্লিক মাসুম মিয়া সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মল্লিক গ্রুপের চেয়ারম্যান মল্লিক রুম্মান আহম্মেদ, আ‘লীগ নেতা মোঃ কামরুল আকন, মোঃ নজরুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা মাইনুল হোসেন, সাংবাদিক জুলফিকার আমীন সোহেল, মোস্তফা কামাল বুলেট, ফাহিমা আক্তার সহ রবি ও এয়ারটেল কোাম্পানির বিভিন্ন কর্মকর্তা ও মাঠকর্মী বৃন্দ।