মেহের আমজাদ:
মেহেরপুর ৭মার্চ : মেহেরপুরের গাংনীতে সড়ক দূর্ঘটনায় এক ব্যাবসায়ী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গাংনী মহিলা কলেজ মোড়ে ওই দূর্ঘটনার ঘটে। নিহত মোঃ শামসুল আলম (৪৭) মহিলা কলেজপাড়ার মৃত খেদের আলীর ছেলে ও ভাংড়ি ব্যাবসায়ী। স্থানীয় সুত্রে জানা যায়, ব্যাবসায়ী শামসুল আলম বাড়ি থেকে মটরসাইকেল যোগে গাংনী বাজারে আসার পথে মহিলা কলেজ মোড়ে পৌঁছলে মেহেরপুর থেকে কুষ্টিয়া গামী গোল্ডেন ট্রাভেলস ( ঢাকা মেট্রো-জ-১৪-১১৬২) নামের একটি যাত্রিবাহি বাস তাকে ধাক্কা দেই এতে তার মাথায় প্রচন্ড আঘাত পায়। প্রত্যক্ষদর্শীরা তাকে দ্রত গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। গাড়িটি স্থানীয়রা জব্দ করে গাংনী থানায় খবর দেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, বাসের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় নিহতদের পরিবার মামলা দিলে আমরা আইনী ব্যবস্থা নেব।
মেহেরপুরের গাংনীতে সড়ক দূর্ঘটনায় ব্যাবসায়ী নিহত
