Sunday, October 1, 2023
Home > জাতীয় সংবাদ > শপথ নিলেন সুলতান মনসুর

শপথ নিলেন সুলতান মনসুর

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা ৭ মার্চ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি।
জাতীয় সংসদের জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিমসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ শেষে সুলতান মোহাম্মদ মনসুরের জন্য চা-নাস্তার আয়োজন করে সংসদ সচিবালয়।
অন্যদিকে, সিলেট-২ আসন থেকে নির্বাচিত ঐক্যফ্রন্টের আরেক সংসদ সদস্য মোকাব্বির খান আজ শপথ নেওয়ার কথা থাকলেও দলীয় সিদ্ধান্তের কারণে তিনি শপথ নেননি।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে তারা জয়ী হলেও জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত না থাকায় এতদিন শপথ নেননি। আজ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিলেন সুলতান মোহাম্মদ মনসুর।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *