Tuesday, September 26, 2023
Home > বিশেষ সংবাদ > রাজধানীর হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার

রাজধানীর হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা: রাজধানীর ফার্মগেটের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে তরুণ ও তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ‘সম্রাট’ হোটেল থেকে ওই দুইজনের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তরুণের নাম আমিনুল ইসলাম সজল (২১) এবং তরুণীর নাম মরিয়ম আক্তার জেরিন (১৯)। উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছে।
হোটেলের সপ্তম তলার একটি কক্ষের দরজা ভেঙে ওই দুইজনের লাশ উদ্ধার করা হয়। জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সজল তেজগাঁও কলেজের ছাত্র এবং জেরিন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্রী। খবর পেয়ে বিকেল তিনটার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, উভয়ের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।
এছাড়া তাদের গ্রামের বাড়ি কোথায় এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে এসম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *