Saturday, September 30, 2023
Home > জাতীয় সংবাদ > এবার খিলগাঁওয়ের কাঁচাবাজারে আগুন, ২৫টি দোকান পুড়ে ছাই

এবার খিলগাঁওয়ের কাঁচাবাজারে আগুন, ২৫টি দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা: এবার রাজধানীর খিলগাঁও রেলগেটের কাছে কাঁচাবাজারে আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
খিলগাঁও ফ্লাইওভারের নিচে কামারপট্টির ওই বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়াও কাপড়, জুতাসহ বিভিন্ন সামগ্রীর দোকান ছিল। বার্তাসংস্থা ইউএনবি জানিয়েছে, ওই এলাকার ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার ঘোষ জানিয়েছেন, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তদন্তের পর আগুন লাগার সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
দিলীপ কুমার ঘোষ বলেন, ‘রাত তিনটার দিকে আমরা ঘটনাস্থলে হাজির হই। আগুন বড় ছিল। ১৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে চলে আসে। চতুর্দিক থেকে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’
ফায়ার সার্ভিসের সদস্যরা ফ্লাই ওভারের উপর থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুন লাগার খবর পেয়েই অনেক ব্যবসায়ী দোকান থেকে মালপত্র বের করে নিয়ে আসতে সক্ষম হন। তবে বাজারের ভেতর দিককার দোকানগুলো পুড়ে যায়।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *