Sunday, September 24, 2023
Home > জাতীয় সংবাদ > ওবায়দুল কাদেরকে শুক্রবার ছাড়া হতে পারে

ওবায়দুল কাদেরকে শুক্রবার ছাড়া হতে পারে

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আগামীকাল শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। তবে তিনি কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন, তা আজ বৃহস্পতিবার জানা যাবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওবায়দুল কাদেরের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকেরা আজ পরীক্ষা-নিরীক্ষা করবেন। পরে তাঁরা হাসপাতাল থেকে ওবায়দুল কাদেরকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত দেবেন।
সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র বলছে, আগামীকাল শুক্রবার ওবায়দুল কাদেরকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।
হাসপাতাল থেকে ছাড়া পেলেও ওবায়দুল কাদের আরও কিছুদিন সিঙ্গাপুরে অবস্থান করবেন। চলাফেরা স্বাভাবিক হওয়ার পর দেশে ফিরবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জানতে চাইলে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য কর্মকর্তা) মো. আবু নাসের বলেন, চিকিৎসকেরা আজ পরীক্ষা-নিরীক্ষা করে সেতুমন্ত্রীকে হাসপাতাল ছাড়ার সময় জানাবেন।
গত ২০ মার্চ সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। ২৬ মার্চ তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *