Friday, May 26, 2023
Home > Featured > এপিপি বাংলা এর সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহন করলেন সাংবাদিক কামরুল হাসান শান্ত

এপিপি বাংলা এর সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহন করলেন সাংবাদিক কামরুল হাসান শান্ত

এপিপি বাংলা ডেক্স :দেশের অনলাইন মিডিয়ার পরিচিত নাম, ৯০দশকের জনপ্রিয় নিউজ এজেন্সি এসোসিয়েটেড প্রাইম প্রেস (এপিপিবাংলা) যা বিংশশতাব্দীর গোড়াপত্তনে অনলাইন নিউজ পোর্টাল এপিপিবাংলা ডট কম নামে নতুনভাবে আত্মপ্রকাশ করে।

 

এপিপিবাংলা পোর্টালের প্রধান সম্পাদক দেশের খ্যাতিমান বিশিষ্ট সাংবাদিক সাহিদ সিরাজী গত ১৩ই এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন এতে এসোসিয়েটেড প্রাইম প্রেস (এপিপিবাংলা ডট কম)  এর সম্পাদক পদটি শূন্য হয়। এপিপি বাংলার স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক তিতাস এর সহযোগী সম্পাদক এবং প্রয়াত সিনিয়র সাংবাদিক সাহিদ সিরাজীর জৈষ্ঠ্যপুত্র সাংবাদিক কামরুল হাসান শান্ত আজ সম্পাদকের দায়িত্বভার গ্রহন করে এবং ওনার স্থলাভিষিক্ত হন।

 

সাংবাদিক কামরুল হাসান শান্ত ২০০৪ সাল থেকে সাংবাদিকতা পেশায় কর্মজীবন শুরু করেন, ইতিমধ্যে দেশের বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় কাজ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য  কয়েকটি হল সাপ্তাহিক তিতাস, বাংলার একুশ, ডেইলি নিউজ স্টার, দৈনিক সবার আগে, দৈনিক জনতা, দৈনিক সরেজমিন, দৈনিক ভোরের চেতনা,দৈনিক সন্ধ্যাবাণী, বিজয়নগর ডট কম।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *