Tuesday, October 3, 2023
Home > জাতীয় সংবাদ > ভিসা প্রিন্টিং-প্রসেসিংয়ে ধীরগতিতে শঙ্কায় হজযাত্রীরা

ভিসা প্রিন্টিং-প্রসেসিংয়ে ধীরগতিতে শঙ্কায় হজযাত্রীরা

এপিপি বাংলা : ভিসা প্রিন্টিং ও প্রসেসিং ব্যবস্থাপনায় ধীর গতির কারণে যথাসময়ে সকল হজযাত্রীর ভিসা প্রাপ্তি নিয়ে শঙ্কায় এজেন্সিগুলো। তবে সৌদি দূতাবাসের সাথে সমন্বয়ের মাধ্যমে সব জটিলতা নিরসন সম্ভব বলে মনে করছে ঢাকা হজ হফিস।

আজ পঞ্চম দিনের হজযাত্রায় বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের মোট ১২টি ফ্লাইটে প্রায় সাড়ে চার হাজার যাত্রী সৌদি যাচ্ছেন।

হজযাত্রীদের হজে যেতে পারার আনন্দ দীর্ঘদিনের স্বপ্ন পূরণের। সঙ্গে যোগ হয়েছে কোনো প্রকার ভোগান্তি কিংবা ঝামেলাবিহীন হজযাত্রার সূচনা।

আজ মঙ্গলবার হজযাত্রার পঞ্চম দিনে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের মোট ১২টি ফ্লাইটে ঢাকা ছাড়েন চার হাজার তিনশ আটাত্তর জন।

এদের মধ্যে রুট টু মক্কা অর্থাৎ বাংলাদেশের মাটিতে সৌদি ইমেগ্রেশনের সুবিধা নেন ২ হাজার দশজন যাত্রী। ফ্লাইট ক্যান্সেল, ভিসা না পাওয়াসহ বিগত বছরের তিক্ত অভিজ্ঞতা এখনো দেখা না দেয়ায় খুশি হজযাত্রীরা।

এখন পর্যন্ত হজযাত্রা ভোগান্তিবিহীন থাকলেও ভিসা প্রসেসিং ব্যবস্থাপনায় ধীর গতির অভিযোগ হাবের। তবে, সৌদি দূতাবাসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এবারের হজযাত্রায় কোনো সংকট থাকবে না বলে মনে করে ঢাকা হজ অফিস।

গত চৌঠা জুলাই থেকে শুরু হওয়া হজযাত্রায় আগামী ৫ আগস্ট পর্যন্ত ১৮৯টি ফ্লাইটে প্রায় ১ লাখ ২৭ হাজার যাত্রী সৌদি যাবেন।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *