এম.নাঈমুর রহমানঃ- ব্রাহ্মণবাড়িয়া শহর খালকে পূর্বের ন্যায় ফিরেয়ে আনার লক্ষে পরিস্কার-পরিছন্নতা ও সংস্কার কাজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ শফিকুল আলম (এমএসসি)।রোববার সকালে জেলা শহরের হকার্স মার্কেটের সামনের নৌকা ঘাটে এই কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নওয়াব আসলাম হাবিব, জেলা পরিষদ সদস্য সাদেকুর রহমান শরিফ, বাবুল মিয়া, আবুল হোসেন আজাদ, বোরহান উদ্দিন নসু, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নাখলো আকতার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এম.এস.সি বলেন, পর্যায়ক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ বিভিন্ন উন্নয়ন কাজ করে চলেছে। শহর খাল পূর্বের রূপে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন গ্রাম হবে শহর, জেলা পরিষদ সেই লক্ষ্য নিয়েই কাজ করে চলেছে।