এপিপি বাংলা : গতকাল বৃহঃবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ৫নং হরষপুর ইউনিয়নের জনগণের এক মিলনমেলা অনুষ্টিত হয়ে গেছে সৌদিআরবের রাজধানী রিয়াদ শহরে। উক্তি মিলন মেলায় হরষপুর ইয়ংস্টার ক্লাসের সাধারণ সম্পাদক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “সৌরভ” এর উপদেষ্টা আলহাজ্ব মোঃ নুর আলম এর সভাপতিত্বে ও হরষপুর ইউনিয়নের বুল্লা শাহ আলাম কিন্ডারগার্টেন প্রতিষ্ঠাতা মোঃ শাহ আলম এর পরিচালনায় উপস্থিত ছিলেন হরষপুর গ্রামের মোঃ মোখলেসুর রহমান খাঁন , শাহ আলম ঝুনু , মোঃ হামদু মিয়া , মোঃ সাদ্দাম হোসেন , মোঃ সুফিয়ান ।এক্তারপুর গ্রামের মোঃ শফিক মিয়া, মোঃ রফিকুল ইসলাম,। বুল্লা গ্রামের কাজী মোঃ হুমায়ুন ,মোঃ নাছির উদ্দিন ,মোঃ হাবিবুর রহমান ।পাঁচগাও গ্রামের মোঃ কাশেম মিয়া, মোঃ জিয়াউর রহমান। সোনামুড়া গ্রামের মোঃ আব্দুল্লাহ মিয়া প্রমুখ।
সবাই একেই ইউনিয়নের বাসিন্দা দুর প্রবাসে এক সাথে সুখে দুখে একে অপরের পাশাপাশি থাকার প্রত্যয় ব্যক্ত করেন।পাশাপাশি নিজ জন্মভূমি গরিব,এতিম,অসহায়, ছিন্নমূল মানুষের পাশে থাকার ইচ্ছা ও আগ্রহের কথাও সবাই প্রকাশ করেন।এখন থেকে নিয়মিত এই মিলনমেলা ও ইচ্ছার বাস্তবায়নে কাজ করবেন বলে সিদ্ধান্ত হয়।সৌদিআরবে আরো যারা হরষপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদেরকেও এই মহতি মিলন মেলা ও সবার সম্মিততে সকল কাজে শরিক করার লক্ষ্যে প্রচারণা চলিয়ে যাবে ও হরষপুর ইউনিয়নের সকল প্রবাসীদেরকেও অনুষ্টানের সভাপতি আলহাজ্ব নুর আলম,অনুষ্টান পরিচালক মোঃ শাহ আলম,মোঃ খুরশেদ আলমসহ মিলনমেলা উপস্থিত যে কারো সাথে যোগাযোগ করে এই মহতি কাজের শরিক হবার আহবান করেন সবাই। পরে হরষপুর গ্রামের মোঃ খুরশেদ আলম এর সৌজন্যে সবাইকে আপ্যায়ন করিয়ে মিলনমেলা সভাপতি এই মিলন মেলার সমাপ্তি ঘোষনা করেন।