এপিপি বাংলা : আজ রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের ইম্প্লানন ক্যাম্প পরিদর্শনে অাসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পরিবার পরিকল্পনা নতুন দাযিত্বপ্রাপ্ত উপ-পরিচালক ডাঃ মোঃ আবুল কালাম , ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলার ডাঃগাজী মোহাম্মাদ মান্নান, উপজেলার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ নুর মাহমুদ এবং বিজয়নগর উপজেলার মেডিকেল অফিসার মোঃ শাহনেওয়াজ, পরিবার কল্যাণ পরিদর্শিকা রোকশানা বেগম। এছাড়াও পরিবার কল্যাণ সহকারী লুৎফুন্নাহার,হনুফা খাতুন,নার্গিস সুলতানা, বিউটি রানী সূত্রধর,লাভলু বেগম, ফার্মাসিস্ট অালমগীর কবির এবং সেবা গ্রহীতা গণ।
সকল কর্মকতাগন হরষপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন ও সব কিছুর খোঁজখবর নেন।এবং পরিদর্শন শেষে সন্তুষ্ট প্রকাশ করেন।সেবার মান বৃদ্ধি করণের জন্য সব সময় চেষ্টা অব্যাহত রাখতে নির্দেশ প্রদান করেন। হরষপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের এফপিআই তাপস কুমার পাল সকলকে বিস্তারিত অবহিত করেন ও জেলা, উপজেলার সিনিয়র কর্মকতাগন হরষপুর ইউনিয়নের পরিদর্শনে এসে তাদের কাজের বিভিন্ন দির্কনিদেশনা প্রদান করা ও অনুপ্রাণিত করায় ধন্যবাদ জানান।