এপিপি ডেক্স : বলিউডের নির্মাতা সিদ্ধার্থ আনন্দ স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন ‘ওয়্যার’ ছবিতে হৃত্বিকের বিপরীতে এমন কোনও অভিনেত্রীকে নিতে চান যিনি একাধারে সুন্দরী এবং সুপার ফিট হবেন। সিদ্ধার্থের এই কথাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন বাণী কাপুর। তার প্রমাণ ‘ওয়্যার’-এর টিজারেই দর্শক খানিকটা পেয়েছেন। কিন্তু কীভাবে নিজেকে এমনভাবে তৈরি করলেন বাণী কাপুর? বলিউড নায়িকা নিজেই তা জানালেন। বাণী জানান, বিকিনি ফিট বডি পেতে অনেক ঘাম ঝরাতে হয়েছে তাকে। একই সঙ্গে চলেছে পিলাটিস, যোগাসন এবং জিমে ওয়েট ট্রেনিং। এই প্রজেক্টটা নিয়ে আমি ভীষণ এক্সসাইটেড ছিলাম এবং সিড আমাকে খুব স্পষ্ট করেই বলে দিয়েছিল ও কেমন ভেবেছে। তবে সবচেয়ে কঠিন ছিল ডায়েট মেন্টেন করা।
কোনও চিট মিল ছিল না প্রস্তুতি পর্বে। তবে দর্শকদের প্রশংসা শুনে মনে হচ্ছে এত পরিশ্রম সফল হয়েছে। সিদ্ধার্থ আনন্দ বললেন, আমাদের দেশে এই মুহূর্তে সবচেয়ে সুপুরুষ হিরোর বিপরীতে এমন কোনও নায়িকাকে নিতে চেয়েছিলাম যিনি একাধারে সুন্দরী এবং অবশ্যই সুপার ফিট। এই চরিত্রের জন্যে বাণী এক্কেবারে সঠিক পছন্দ ছিল। এই ছবির জন্যে অনেক পরিশ্রম করেছে বাণী।