Wednesday, October 4, 2023
Home > আন্তর্জাতিক > রোহিঙ্গাদের নাগরিকত্ব নয়তো আলাদা ভূখণ্ড দিতে হবে: মাহাথির

রোহিঙ্গাদের নাগরিকত্ব নয়তো আলাদা ভূখণ্ড দিতে হবে: মাহাথির

এপিপি বাংলা : রোহিঙ্গাদেরকে হয় নাগরিকত্ব, নয় তাদেরকে নিজস্ব রাষ্ট্র গঠনের জন্য ভূখণ্ড দিতে হবে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

শুক্রবার তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির সরকার পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে একটি প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মাহাথির বলেন, মালয়েশিয়া সাধারণত অন্য দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ করতে চায় না। কিন্তু রোহিঙ্গারা মিয়ানমারে গণহত্যার শিকার হয়েছেন এবং মালয়েশিয়া এর বিরুদ্ধে।

তুরস্কের আনদোলু এজেন্সিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তাদের (রোহিঙ্গা) মিয়ানমারের নাগরিক হিসেবে বিবেচনা করা উচিত। নিজেদের দেশে তাদের থাকার অধিকার আছে।’

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *