এপিপি বাংলা : বিজয়নগরে ডিস লাইনের সার্ভিস সঠিক ভাবে দেওয়াকে কেন্দ্র করে ক্যাবল ব্যবসায়ীর তার কেটে কয়েক গ্রামের ক্যাবল সংযোগ বিছিন্ন করে দিয়েছে দুর্বিক্তরা ।এর প্রতিবাদে ক্যাবল ব্যবসায়ী মোঃ জুয়েল খাঁন থানায় মামলা দায়ের করে । সরেজমিনে জানা যায় বিজয়নগরে উপজেলার কেনা গ্রামের নাবিলা ক্যাবল অপরেটর ব্যবসায়ী জুয়েল খাঁন এর পরিচালিত ক্যাবল লাইনের বিভিন্ন স্থানের তার কেটে কয়েক গ্রামের সাথে ডিস সংযোগ বিছিন্ন করে দিয়েছে দূর্বৃত্তরা ।
এব্যাপারে নাবিলা ক্যাবল অপারেটরের মালিক মোঃ জুয়েল খাঁন বলেন ,এলাকায় বিভিন্ন সময় বিদুৎত না থাকলে ডিসের লাইন বন্ধ থাকায় কেনা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে রতন মিয়া ৩ দিন আগে এসে বকাবকি করে এবং ডিস ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে যায় । গতকাল শুক্রবার রাতে সে তার লোকজন দিয়ে উপজেলার জগতপুর ও বুধন্তি গ্রামের বিভিন্ন স্থানের তার কেটে নিয়ে যায় ।এর ফলে কয়েক গ্রামের মানুষ ডিস দেখা থেকে বঞ্চিত হচ্ছে। তাই রতন মিয়া ও তার সাথের জরিতদেরকে গ্রেফতার করতে থানায় অভিযোগ করেছি।
এব্যাপারে বিজয়নগর থানার ওসি ফয়জুল আজিম নোমান বলেন,তার কাটার অভিযোগ পেয়েছি এবং আসামীকে ধরার চেষ্টা করছি ।