Thursday, December 7, 2023
Home > আঞ্চলিক সংবাদ > সাভারে ২ ট্রাকের সংঘর্ষে মারা গেল ৫০ ছাগল

সাভারে ২ ট্রাকের সংঘর্ষে মারা গেল ৫০ ছাগল

এপিপি বাংলা : সাভারের আশুলিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে চাকলসহ দুজন আহত হয়েছেন। এসময় প্রায় ৫০টি ছাগল মারা গেছে।

শনিবার (৩ আগষ্ট) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বেলতলা গণস্বাস্থ্য এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহাসড়কের দুই দিক দিয়ে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে প্রায় এক ঘণ্টা ধরে সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে।

আশুলিয়া থানার এসআই আবদুল জলিল জানান, যশোর থেকে ২৫০টি ছাগলবাহী একটি ট্রাক গাবতলীর হাটে যাচ্ছিল। আশুলিয়ার বেলতলায় ঢাকা-আরিচা মহাসড়কে এসে আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রায় ৫০টি ছাগল মারা যায়। ঘটনায় আহত ট্রাকটির চালক ও সহযোগী আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে ট্রাক দুটি সরিয়ে নেয়া হয়েছে। ও সড়কে যানচলাচলও স্বাভাবিক হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *