Sunday, October 1, 2023
Home > আন্তর্জাতিক > কাশ্মীরিরা আমাদের ভাই-বোন, তাই আমরা কঠোর সিদ্ধান্ত নিয়েছি: মমতা ব্যানার্জী

কাশ্মীরিরা আমাদের ভাই-বোন, তাই আমরা কঠোর সিদ্ধান্ত নিয়েছি: মমতা ব্যানার্জী

এপিপি বাংলা : সোমবার ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করেছে ভারত সরকার। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রায় ২৪ ঘণ্টা পর প্রতিক্রিয়া দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জী। অনুচ্ছেদ ৩৭০ বিলোপ নিয়ে নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া দিলেন মমতা। মঙ্গলবার চেন্নাইয়ে উড়ে যাওয়ার পথে দমদম বিমানবন্দরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘সিদ্ধান্তের বিষয়বস্তু নয়, পদ্ধতি নিয়ে সহমত নন। এটা গণতান্ত্রিক প্রক্রিয়া করা হয়নি।’

তিনি বলেন, ‘গতকাল থেকে যা ঘটছে সাধারণ নাগরিক হিসেবে নজর রাখছিলাম। কাশ্মীরিরা আমাদের ভাই-বোন। বিলের প্রক্রিয়াগত বিষয় নিয়ে আপত্তি নেই। কিন্তু পদ্ধতির সঙ্গে সহমত নই। আমাদের দল কঠোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা ভোট দিইনি। কারণ এটা রেকর্ড হয়ে যাবে। সাংবিধানিক, গণতান্ত্রিক প্রক্রিয়া মানা হয়নি।’

৩৭০ অনুচ্ছেদ বিলোপের আগে সব দলের সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলেও মনে করেন মমতা। তার কথায়, ‘সব দলের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। কথা বলা উচিত ছিল স্থানীয়দের সঙ্গে। দরকারে কাশ্মীরে যেতাম। মানুষকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নিতাম। স্থায়ী সমাধানের ব্যবস্থা করা যেত। বিলের বিষয় নিয়ে আপত্তি নেই।’

উল্লেখ্য, গতকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাবের বিরোধিতায় ওয়াকআউট করেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। ভোটদানে বিরত থাকেন তারা। অনুচ্ছেদ ৩৭০ ধারা বিলোপের পর ওমর আবুদুল্লা, মেহবুবা মুফতিদের গ্রেফতার করা হয়েছে বলে খবর। তাদের মুক্তি দেওয়ার দাবি করেছেন মমতা ব্যানার্জী। তিনি বলেন, ‘ওনারা জঙ্গি নন। সরকার অবিলম্বে মুক্তি দিক। কাশ্মীরিরা আমাদের ভাই-বোন। তাদের একঘরে করা উচিত নয়। আমরা সবাই একসঙ্গে রয়েছি।’

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *