Tuesday, September 26, 2023
Home > আঞ্চলিক সংবাদ > বিক্রি না হওয়ায় ৯০০ চামড়া পুঁতে ফেলল মাদরাসা কর্তৃপক্ষ

বিক্রি না হওয়ায় ৯০০ চামড়া পুঁতে ফেলল মাদরাসা কর্তৃপক্ষ

এপিপি বাংলা : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদরাসার পক্ষ থেকে ৯০০ কুরবানির পশুর চামড়া পুঁতে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার মাদরাসা  প্রাঙ্গণে ওই সব চামড়া পুঁতে দেওয়া হয়।মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহার কুরবানির পশুর চামড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ঈদের দিন মাদরাসার ছাত্ররা কুরবানির পশুর চামড়া সংগ্রহ করে। পরে মাদরাসা কর্তৃপক্ষে চামড়া বিক্রয়ের জন্য দিনভর অপেক্ষা করেও বিক্রি করতে পারেননি। প্রতিবাদে আজ বিকেল ৩টার দিকে কর্তৃপক্ষ ওই সব চামড়া বিক্রি করতে না পেরে মাদরাসার নিকটস্থ এলাকায় মাটিতে পুঁতে ফেলে।

মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারও আমাদের মাদরাসার পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে কুরবানিদাতাদের নিকট থেকে কুরবানির পশুর ৯০০ চামড়া সংগ্রহ করা হয়। এর মধ্যে গরুর চামড়া রয়েছে ৮০০ ও ছাগলের ১০০ পিস। চামড়া ক্রয় করতে কেউ আসেনি। বাধ্য হয়ে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে চামড়াগুলো।

তিনি বলেন, চামড়াগুলো সংগ্রহে এবং চামড়ায় লবণ ব্যবহারের ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে।

জগন্নাথপুরের বিভিন্ন এলাকার কুরবানিদাতারা চামড়া বিক্রয় করতে না পেরে অধিকাংশ মাটিতে পুঁতে রেখেছেন বলে খবর পাওয়া গেছে।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *