Friday, September 29, 2023
Home > জাতীয় সংবাদ > ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

এপিপি বাংলা : ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিন দিনের সফরে সোমবার রাতে ঢাকায় এসেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পরে সাংবাদিকদের ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করার জন্যই তার এই সফর।

আজ মঙ্গলবার সকালে তিনি ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। বৈঠকের পর সেখানে তার সম্মানে পররাষ্ট্রমন্ত্রীর দেয়া এক মধ্যহ্নভোজে যোগ দেবেন তিনি।

বিকেলে তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে তার সম্মানে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসের দেয়া নৈশভোজে যোগ দেবেন তিনি।

এ সফরে অবৈধ অভিবাসন, অনুপ্রবেশ, কানেক্টিভিটি, রোহিঙ্গা সংকট এবং দীর্ঘদিনের অমীংমাসিত তিস্তা চুক্তিসহ অভিন্ন নদীগুলোর পানিবণ্টন নিয়ে আলোচনা হতে পারে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিন দিনের সফরে শেষে বুধবার সকালে কাঠমান্ডুর উদ্দেশ ঢাকা ত্যাগ করবেন।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *