এম. নাঈমুর রহমানঃ দেশব্যাপী ডেঙ্গু সচেতনতামূলক প্রোগ্রামের অংশ হিসেবে নবীনগর উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেস্কের উদ্যোগে নবীনগর উপজেলা সদরে বিভিন্ন গুরুত্বপৃর্ণ সড়কে সচেতনতামূলক র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়।
ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ডাঃ মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ্ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদ।
বক্তব্য রাখেন চেয়ারম্যান ভিপি এনামুল হক, মৌসুমী বারী, বীরমুক্তিযোদ্ধা সামসুল হক, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সিরাজুল ইসলমম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম জসিম উদ্দিন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মাহমুদুর রহমান, স্বাস্থ্য সহকারি মোঃ লোকমান হোসেন প্রমুখ।
প্রধান অতিথি ডাঃ শাহ্ আলম বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপৃর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়া ডেঙ্গু সহনশীল পর্যায়ে রয়েছে। এ পর্যন্ত যতজন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে তার মধ্যে মাত্র দু’জন ব্রাহ্মণবাড়িয়া থেকে আক্রান্ত হয়েছে, আর বাকী সব ঢাকা ও অন্যান্য শহর থেকে আক্রান্ত হয়ে আসছে। আমাদের ডাক্তার ও নার্সবৃন্দ আন্তরিকভাবে সেবা দিয়ে যাচ্ছে, আপনারা তাঁদের সহযোগিতা করুন ও যার যার বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।
নবীনগরে ডেঙ্গু সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত।
