Tuesday, September 26, 2023
Home > বিনোদন > ১৮ সিনেমা হলে ‘ভালোবাসা ডটকম’

১৮ সিনেমা হলে ‘ভালোবাসা ডটকম’

এপিপি বাংলা : ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ভালোবাসা ডটকম’। মোহাম্মদ আসলাম পরিচালিত এই চলচ্চিত্রটি সারা দেশে ১৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে আজ। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন অভি, নিঝুম রুবিনা ও রাহা।
মোহাম্মদ আসলাম বলেন, “আমরা দেশের ১৮টি সিনেমা হলে ছবিটি মুক্তি দিয়েছি। দর্শক গল্পনির্ভর চলচ্চিত্র পছন্দ করছেন। যে কারণে এখন ছবি নির্মাণ বা ছবি মুক্তি দেওয়ার সাহস পাচ্ছি। আমার ‘ভালোবাসা ডটকম’ ছবিটি গল্পনির্ভর। আশা করি, দর্শক ছবিটি দেখে পছন্দ করবেন।‘’
নায়িকা নিঝুম রুবিনা বলেন, ‘অনেক আগে ছবির কাজটি করেছিলাম। ভালো লাগছে ছবিটি অনেক দেরিতে হলেও মুক্তি পাচ্ছে। সবাই হলে গিয়ে ছবি দেখবেন, তবেই আমরা উৎসাহ পাব নতুন নতুন কাজ করার।’
অভি, নিঝুম রুবিনা ও রাহা ছাড়া ছবিতে অভিনয় করেছেন ডন, অমিত হাসান, রেহানা জলি, রেবেকা, সিরাজ হায়দার প্রমুখ।
নিহাল মুভিজ প্রযোজিত এ সিনেমার গল্পে দেখা যাবে, কলেজপড়ুয়া এক ছেলের প্রেমে পড়ে একই কলেজের দুই ছাত্রী নিঝুম ও রাহা। তাদের প্রেম নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা।
‘ভালোবাসা ডটকম’ সিনেমায় মোট ছয়টি গান ব্যবহার করা হয়েছে। গানগুলোর কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সংগীতায়োজন করেছেন কাজী জামাল। কণ্ঠ দিয়েছেন কনা, ন্যান্সি, পড়শী, ডলি সায়ন্তনী, রাজিব, এস আই টুটুল।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *