Friday, September 29, 2023
Home > জাতীয় সংবাদ > সড়কে নিরাপত্তায় টাস্কফোর্স হয়েছে: ওবায়দুল কাদের

সড়কে নিরাপত্তায় টাস্কফোর্স হয়েছে: ওবায়দুল কাদের

এপিপি বাংলা : সড়কে নিরাপত্তা ফেরাতে টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বিআরটিএ ভবনে জাতীয় সড়ক পরিবহন নিরাপত্তা কাউন্সিলের ২৭ তম অধিবেশনে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে প্রধান করে গঠিত টাস্কফোর্স আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করবে বলে জানান কাদের।

ওবায়দুল কাদের বলেন, শুধু উদ্যোগ নিলেই হবে না, বাস্তবায়ন করতে হবে। মহাসড়কে চালকের জন্য বিশ্রামাগার তৈরির প্রকল্প একনেকে পাস হয়েছে। এছাড়া বহুলপ্রতিক্ষীত ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীত করতে এডিবি অর্থ দেবে।

মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আলাদা সার্ভিস লেন তৈরি করতে প্রকল্প হাতে নেয়া হবে। ঢাকা-সিলেট মহাসড়কসহ অন্য মহাসড়ক যেহেতু চারলেন নয়, তাই চারলেন করার সময় সার্ভিস লেনের পরিকল্পনা করেই তৈরি করা হবে।

ওবায়দুল কাদের বলেন, টাস্কফোর্স গঠন করা হয়েছে আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান থাকবেন। সড়ক পরিবহন-মহাসড়ক বিভাগের সচিব এখানে সাচিবিক দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং যে সমস্ত প্রয়োজনীয় সংস্থা তাদেরকে নিয়ে শক্তিশালী টাস্কফোর্স আমরা গঠন করেছি। এসব গ্রহণ করলেই হবে না আমাদের বাস্তবায়নে যেতে হবে।

Like & Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *