Thursday, December 7, 2023
Home > আন্তর্জাতিক > রাস্তায় বেরোলেই কাশ্মিরের সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

রাস্তায় বেরোলেই কাশ্মিরের সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

রাস্তায় বেরোলেই পুলিশ বা নিরাপত্তা বাহিনীর মারধরের শিকার হচ্ছেন তারা। কলকাতার আনন্দবাজার পত্রিকা এই খবর জানিয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, শুধু সাংবাদিকদেরই নয়, হুমকি মুখে আছেন তাদের পরিবারের সদস্যরাও।

গত ৭ সেপ্টেম্বর জম্মুর একটি পত্রিকার চিত্রসাংবাদিক শাহিদ খান পুলিশের মারধরের শিকার হন। টানা পাঁচ মিনিট তাকে লাঠি দিয়ে পেটায় পুলিশ। ওই মারধরের পর পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন শাহিদ খান।

এ ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, পুলিশের মারের চোটে তার ডান কাঁধে চিড় ধরেছে। সারা শরীরে প্রচণ্ড ব্যথা। তিনি বলেন, খবর সংগ্রহ করতে গিয়ে নিজেই ‘খবর’ হয়ে যাচ্ছিলাম।

গোটা উপত্যকা জুড়েই সাংবাদিকদেরকে এভাবে হুমকির মুখে রাখা হয়েছে। রাস্তায় বেরিয়ে খবর সংগ্রহ করতে গেলেই পুলিশের মার খেতে হচ্ছে। নিজস্ব ‘সোর্স’-এর বরাত দিয়ে কোনো সংবাদ ছাপালে রিমান্ডে নিয়ে সেই ‘সোর্স’ জানতে চাইছে প্রশাসন।

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীনগরের আরেক সাংবাদিক জানান, গত দেড় মাসে অন্তত পাঁচবার তিনি ঘুরপথে গিয়ে খবর সংগ্রহ করেছেন। পুলিশ আর সেনাদের দয়া ভিক্ষা নিয়েই এখানে কাজ করতে হচ্ছে।

একই অবস্থা আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদেরও। তাদের গায়ে খুব সহজে হাত না তুললেও তাদের আটকে রাখা হয়, ক্যামেরা ভেঙ্গে দেয়ার হুমকি দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *