জানা গেছে, মশাবাহিত ‘লামপি স্কিন ডিজিজ’ নামের নতুন এ রোগে মানুষ নয়, শুধু গবাদিপশু আক্রান্ত হচ্ছে। এতে আক্রান্ত গরুর পা ফুলে যায়, জ্বর এসে ২-৩ দিনের মধ্যে পুরো শরীরে ফোঁসকা পড়ে এবং খুরেও ক্ষত তৈরি হয়।
এ বিষয়ে যশোর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ভবতোষ কান্তি সরকার জানান, রোগটি গরুর শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করলেও মৃত্যুঝুঁকি কম। এ নিয়ে আতঙ্কিত না হয়ে উপসর্গ দেখা মাত্র পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, প্রথমে আক্রান্ত গরুকে অন্য পশুদের থেকে আলাদা করে ফেলতে হবে। এরপর দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।