Wednesday, November 29, 2023
Home > বিনোদন > কলকাতার ছবিতে গাইলেন প্রতিভাবান ফোক শিল্পী পুর্ণমিলন

কলকাতার ছবিতে গাইলেন প্রতিভাবান ফোক শিল্পী পুর্ণমিলন

এপিপি বাংলা : কলকাতার পরিচালক দেবা মন্ডলের একটি চমৎকার গল্পের “গোধুলী বেলা” চলচ্চিত্রের “বিধিরে” শিরোনামের টাইটেল গান গাইলেন বাংলাদেশের প্রতিভাবান ফোক শিল্পী পূর্ণ মিলন।

গানটি লিখেছেন পরিচালক দেবা মন্ডল নিজেই,এছাড়া গানটির সুর ও সঙ্গীত করেছেন সঙ্গীত পরিচালক মোশারফ হোসেন সেতু(বাংলাদেশ)।
বর্তমানে কলকাতার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিংয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে।

বিধিরে ” টাইটেল সংটির রেকর্ডিং সম্প্রতি রাজধানীর মগবাজারস্হ স্টুডিও “সম্পর্ক” তে সম্পন্ন হয়েছে।

গানের প্রসঙ্গে জানতে চাইলে ফোক কন্ঠশিল্পী পূর্ণ মিলন বলেন,চমৎকার কথা ও সুরের গানটি গাইতে পেরে খুবই ভালো লাগছে,এছাড়া প্লেব্যাক একটা শিল্পীর জন্য সর্বোচ্চ প্লাটফর্ম, তাও আবার শুরুতেই কলকাতার ছবি দিয়ে জিবনের প্রথম প্লেব্যাক শুরু করলাম।
গানটির করানোর জন্য আমি মোশারফ ভাই ও পরিচালক দেবা মন্ডল দাদার কাছে চিরকৃতজ্ঞ।
আমি সবার দোয়া কামনা করছি যাতে সঙ্গীতে নিজেকে পাকাপোক্ত করতে পারি।

গানটির প্রসঙ্গে সঙ্গীত পরিচালক মোশারফ হোসেন সেতু বলেন,প্রথমত গানটি গৌধুলী বেলা ছবির টাইটেল গান,অত্যান্ত চমৎকার কথা সুরের গানটি পূর্ণ মিলন ভাই খুব চমৎকার গেয়েছেন, আশা করছি গানটি সবার হ্রদয় ছুয়ে যাবে।

পুর্ণমিলন ২০১৩ সালে তালবেতাল একক এলবামের মাধ্যমে সঙ্গীতে আত্বপ্রকাশ করেন।

সুখ নাই,পূণ্য করে লাভ কিরে তোর,নালিশ এই শিল্পীর উল্লেখযোগ্য মিউজিক ভিডিও। অডিও ভিডিও রিলিজ সহ বর্তমানে এই শিল্পী টিভি ও স্টেজ শোতে সমানতালে ব্যস্ত সময় পার করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *