Thursday, December 7, 2023
Home > জাতীয় সংবাদ > আবরার হত্যার তদন্ত শেষ পর্যায়ে’

আবরার হত্যার তদন্ত শেষ পর্যায়ে’

এপিপি বাংলা : আবরার হত্যার তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আবরার হত্যায় ২১ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আগামী সপ্তাহেই এ হত্যা মামলার চার্জশিট জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

আব্দুল বাতেন বলেন, বুয়েটের ঘটনায় তখন যেভাবে বলেছিলাম, যে গ্রেফতার, মামলা তদন্ত করে আমরা সামনের মাসে চার্জশিট দিয়ে দিবো। এখনও আমরা সেই লক্ষ্যই আছি, এখন আমাদের তদন্ত প্রায়ই শেষ পর্যায়ে তাই দ্রুত সময়ের মধ্যেই আমরা চার্জশিট দিয়ে দিবো।

তিনি বলেন, আমরা যেসব তথ্য প্রমাণ পেয়েছি, তাদের মধ্যে যে যোগাযোগ হয়েছে। সবকিছুই আবরারকে শিবির সন্দেহে মারধর করেছে।

এটাই আমাদের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। এজাহারে থাকা আসামিদের মধ্যে গ্রেফতার হয়েছে ১৬ জন, আর এজাহার বর্হিভূত গ্রেফতার হয়েছে ৫ জন। প্রাথমিকভাবে সবার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *