এপিপি বাংলা : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে লিয়াকতপুর শহরের কাছে তেজগাম এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আহত অনেকের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে রহিম ইয়ার খান জেলা সরকার।
বৃহস্পতিবার এক যাত্রীর রান্নার গ্যাস স্টোভ ও সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
পাঞ্জাবের স্বাস্থ্য মন্ত্রী ডা. ইয়াসমিন রশিদ বলেন, নারী ও শিশুসহ ৪৪ ব্যক্তি আহত হয়েছেন। হতাহতদের লিয়াকতপুরের ডিএইচকিউ হাসপাতালে নেয়া হয়েছে।
দেশটির গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের লিয়াকতপুর শহরের কাছে তেজগাম নামের একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জেলা পুলিশ কর্মকর্তা সর্দার মুহাম্মদ আমির তৈমুর খান জানান, ট্রেনটি পাকিস্তানের করাচি থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল। এ সময় ট্রেনের মধ্যে থাকা এক যাত্রীর গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে।
খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে ২৫ জন নিহতের কথা বলা হয়। পরে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জন, এরপর ৬২ জন এবং এখন সর্বশেষ খবরে ৭৩ জন নিহতের কথা বলা হয়েছে।
পাকিস্তান রেলওয়ে কর্মকর্তারা বলেন, ট্রেনটির যে কোচে বিস্ফোরণটি ঘটেছে, সেখানে সকালের নাস্তা তৈরিতে এক ব্যক্তি গ্যাস স্টোভে ডিম সিদ্ধ করছিলেন, তখনই বিকট বিস্ফোরণে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে।